ফরহাদ আমিন, টেকনাফ ◑
টেকনাফে অভিযান চালিয়ে ৯ হাজার ৮৩২ ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ১৫।
আটক হলেন-কক্সবাজার জেলার ঈদগাহ পূর্ব লরাবাদ এলাকার মৃত সৈয়দ আহাম্মদের ছেলে জোবায়ের (৩২)।
রবিবার বিকেলে হোয়াইক্যং বাজার সংলগ্ন সড়কের পশ্চিম পার্শ্ব থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
কক্সবাজার ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন,গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং বাজার সংলগ্ন সড়কের পশ্চিম পার্শ্বে মাদক ব্যবসায়ীরা ইয়াবা ক্রয় বিক্রয়ে উদ্দেশ্য অবস্থান করছে।এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল ওই এলাকায় অভিযানে গেলে।র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।এ সময় তার হাতে থাকা পলিথিন ব্যাগ থেকে ৯হাজার৮৩২পিস ইয়াবা উদ্ধার করা হয়।ঔই সময় তার দুই সহযোগী রোহিঙ্গা জোবায়রসহ অজ্ঞাত একজন পালিয়ে যায়।
তিনি আরো বলেন,ধৃতকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে পলাতক আসামিদের সহযোগীতায় তারা দীর্ঘদিন যাবৎ ইয়াবা ব্যবসার সাথে জড়িত।যার ইয়াবার আনুমানিক মূল্য ৪৯লাখ১৬হাজার টাকা।উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যহৃত রয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-