শহিদুল ইসলাম, উখিয়া ◑
কক্সবাজারে উখিয়ার পালংখালী ইউনিয়নের শফি উল্লাহ কাটার গহীন বনের ভিতরের থাকা একটি টং ঘরে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে চারজন কে আটক করতে সক্ষম হয়।
এ সময় ঘটনাস্হল থেকে ১টি দেশীয় তৈরী এক নালা বন্দুক, দুইটি কিরিচ, দুই রাউন্ড তাজা কাতুর্জ, ১টি রাম দা ও দুই হাজার তিনশত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া ৫টি মোবাইল সেট ও নগদ টাকা জব্দ করা হয়।
শনিবার রাত আটটার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের শফি উল্লাহ কাটার গহীন বনে এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পুটি বুনিয়া গ্রামের জালাল আহমদের ছেলে মো:রাসেদ (৩০),একই ইউনিয়নের নলবনিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো:ইমরান (৩০),পশ্চিম পালংখালী গ্রামের আব্দু শুক্কুরের ছেলে মো:আব্দুল্লাহ (২৫),ও কক্সবাজার সদর উপজেলার পিটিআই স্কুলের মো:আলীর ছেলে আবদুর রহমান (৩১)।রবিবার দুপুরে উখিয়া থানায় আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
৩৪বিজিবি পক্ষ থেকে পাঠানো এক প্রেস নোটে এ তথ্য জানানো হয়। উখিয়া থানার তদন্ত ওসি নুরুল ইসলাম বলেন বিজিবি কতৃর্ক চারজনকে সোপদ্দ করা হয়েছে। এদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-