উখিয়ায় ইয়াবা ও অস্ত্রসহ ৪ সন্ত্রাসী আটক: কিরিচ, কার্তুজ উদ্ধার

শহিদুল ইসলাম, উখিয়া ◑

কক্সবাজারে উখিয়ার পালংখালী ইউনিয়নের শফি উল্লাহ কাটার গহীন বনের ভিতরের থাকা একটি টং ঘরে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে চারজন কে আটক করতে সক্ষম হয়।

এ সময় ঘটনাস্হল থেকে ১টি দেশীয় তৈরী এক নালা বন্দুক, দুইটি কিরিচ, দুই রাউন্ড তাজা কাতুর্জ, ১টি রাম দা ও দুই হাজার তিনশত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া ৫টি মোবাইল সেট ও নগদ টাকা জব্দ করা হয়।

শনিবার রাত আটটার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের শফি উল্লাহ কাটার গহীন বনে এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পুটি বুনিয়া গ্রামের জালাল আহমদের ছেলে মো:রাসেদ (৩০),একই ইউনিয়নের নলবনিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো:ইমরান (৩০),পশ্চিম পালংখালী গ্রামের আব্দু শুক্কুরের ছেলে মো:আব্দুল্লাহ (২৫),ও কক্সবাজার সদর উপজেলার পিটিআই স্কুলের মো:আলীর ছেলে আবদুর রহমান (৩১)।রবিবার দুপুরে উখিয়া থানায় আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

৩৪বিজিবি পক্ষ থেকে পাঠানো এক প্রেস নোটে এ তথ্য জানানো হয়। উখিয়া থানার তদন্ত ওসি নুরুল ইসলাম বলেন বিজিবি কতৃর্ক চারজনকে সোপদ্দ করা হয়েছে। এদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

আরও খবর