চট্টগ্রাম ◑ নোয়াখালীর চাটখিলে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
রোববার সকালে পৌরসভার ১১ নং পুল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন কক্সবাজার সদর উপজেলার মেহের গুনা ঈদগাহ এলাকার মৃত মোক্তার আহাম্মদের ছেলে হামিদুলন হক(৩২) এবং রামু উপজেলার ঈদঘর গ্রামের মৃত মোহাম্মদ ইসলামের ছেলে আজিজ করিম(৩৫)।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম জানান , কক্সবাজার থেকে মাইক্রোবাস যোগে ইয়াবার একটি বড় চালান আসছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল স্থানীয় ১১ নম্বর পুল এলাকায় অবস্থান নেয়।
ভোর ৬ টায় ইয়াবা বহনকারী মাইক্রোবাসটি মুন্সির রাস্তার দিকে যাওয়ার সময় পুলিশ গাড়িটি আটক করে তল্লাশি চালায়। এ সময় মাইক্রোবাস থেকে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। সেই সঙ্গে মাইক্রোবাসটি জব্দ করে দুই মাদক কারবারিকে আটক করা হয়।
ওসি আরও জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আটক মাদক কারবারিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-