দেশ আজ উন্নয়নের মহাসড়কে: টেকনাফে পানিসম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক  এমপি বলেছেন. ‘দেশ আজ উন্নয়নের মহাসড়কে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় দক্ষিণাঞ্চলে উন্নয়ন হচ্ছে। চলমান এই উন্নয়নের ধারা এগিয়ে নিয়ে যেতে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে।

প্রতিমন্ত্রী আজ প্রায় তিন’শ কোটি টাকা ব্যায়ে কক্সবাজার জেলার টেকনাফের শাহপরীর দ্বীপ হতে ঘুমধুম পর্যৃন্ত বেড়ি বাধের পুন:নির্মাণ ও প্রতিরক্ষা কাজ প্রকল্পের চলমান কার‌্যক্রম পরিদর্শন কালে একথা বলেন।

পরিদর্শনকালে প্রকল্পের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী।এসময় সাবরাং ইউপির চেয়ারম্যান নুর হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে উখিয়া-টেকনাফের নাফনদী বরাবর সীমান্ত নিরাপত্তা উন্নত করতে বাস্তবায়নাধীন পোল্ডার সমূহের পুনর্বাসন প্রকল্পের চলমান কার‌্যক্রম পরিদর্শন করা হয়।

আরও খবর