স্পোর্টস ডেস্ক ◑ বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডে সেন্ট্রাল জোনের বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে ডাবল হান্ড্রেড তুলে নিয়েছেন ইস্ট জোনের ওপেনার তামিম ইকবাল। পিছিয়ে নেই অধিনায়ক মুমিনুল হকও। অপরপ্রান্তে তিনিও তুলে নিয়েছেন শতক।
প্রথম ইনিংসে ২১৩ রানে অলআউট হয় সেন্ট্রাল জোন। জবাবে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমনাত্মক ব্যাটিং করতে থাকেন তামিম। পিনাক ঘোষের সঙ্গে ৬২ রানের উদ্বোধনী জুটি গড়েন তিনি।ব্যক্তিগত ২৬ রান করে পিনাক ফিরে গেলেও নিজের গতি অব্যাহত রাখেন তামিম।
অধিনায়ক মুমিনুলের সঙ্গে গড়েন দারুণ জুটি। ৭৬ বলে অর্ধশতক তুলে নেন তামিম। এরপর নিজের ব্যক্তিগত রান বাড়িয়ে দলকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নিতে থাকেন তামিম।
পরের ৫০ বলে ৫০ রান তুলে ১২৬ বলে নিজের শতক পূর্ণ করেন তামিম ইকবাল। সেঞ্চুরি পূর্ণ করার পরও ওয়ানডে স্টাইলে খেলতে থাকা তামিম তুলে নেন দ্বিশতক। ২৪২ বলে ২৯টি চারের মারে দ্বিশতক পূর্ণ করেন এই ড্যাশিং ওপেনার।
থেমে থাকেননি অধিনায়ক মুমিনুল হকও। তামিম দ্বিশতক পূর্ণ হওয়ার পরপরই নিজের সেঞ্চুরি তুলে নেন মুমিনুল। ১৮০ বলে ১টি চারের মারে সেঞ্চুরি পূর্ণ করেন ইস্ট জোনের অধিনায়ক।
তাদের ব্যাটে রানের পাহাড় গড়েছে ইস্ট জোন। ৭৩ ওভার শেষে ১ উইকেটে ৩৩৮ রান তুলেছে তারা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-