বিশেষ প্রতিবেদক ◑
কক্সবাজারের ঈদগাঁও বাজার থেকে আসমির নুর জয় নামের এক এসএসসি পরীক্ষার্থীকে প্রকাশ্যে দিবালোকে অপহরণ করার অভিযোগে ইউনিয়ন পরিষদের নারী সদস্য (মহিলা মেম্বার) ও তার ছেলেকে আটক করেছে পুলিশ। এ সময় ভিকটিম আসমির নুর জয়কেও উদ্ধার করা হয়।
অপহৃত জয় ঈদগাঁও ভোমরিয়া ঘোনা এলাকার হাজী নুরুল আমিনের ছেলে এবং ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন কেজি স্কুলের ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থী। ধৃতরা হল স্থানীয় মাইজ পাড়া এলাকার শফিক আহমদের স্ত্রী মহিলা মেম্বার নুর জাহান প্রকাশ হৃীলা মেম্বার ও ছেলে ছায়েদুর রহমান (২০)। আজ শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় এ ঘটনাটি ঘটেছে ঈদগাঁও বাজারস্থ মেডিকেল সেন্টার নামের একটি বেসরকারী ক্লিনিকের সামনে।
ঘটনার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, ভিকটিম আসমির নুর জয় তার বড় ভাইয়ের বউকে নিয়ে চিকিৎসার জন্য ঈদগাঁও মেডিকেল সেন্টারে গেলে পূর্ব শত্রুতার জেরে ধৃত মহিলা মেম্বার ও তার ছেলের নেতৃত্বে আরো ৬/৭ জন অজ্ঞাতনামা দূর্বৃত্ত্ব জয়কে জোরপূর্বক সিএনজিতে তুলে মাইজপাড়া এলাকাস্থ মহিলা মেম্বারের বাড়িতে নিয়ে যায়। পরে জয়ের আত্মীয় স্বজন এবং বন্ধুদের মাঝে সংবাদটি ছড়িয়ে পড়লে লোকজন ওই মেম্বারের বাড়িতে যায়। এ সময় তাকে ছাড়িয়ে নিতে এক লক্ষ টাকা চাঁদা দাবি করেন বলে জানায় জয়ের চাচা এনাম রনি। পরে খবর পেয়ে ঈদগাঁও তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ৮টার দিকে ভিকটিম আসমির নুর জয়কে উদ্ধার করেন।
ভিকটিমের পরিবারের দাবি, অপহরণে জড়িত সন্দেহে নুর জাহান প্রকাশ হৃীলা মেম্বার ও তার ছেলে ছায়েদুল ইসলামকে ধৃত করা হয়। শুক্রবার রাত সাড়ে ১০ টা পযন্ত তারা তদন্ত কেন্দ্রের হেফাজতে রয়েছে। জয়ের অপর আত্মীয় যুবলীগ নেতা রাশেদ উদ্দিন রাশেল জানান, এই জগন্যতম ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জানতে চাইলে ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আসাদুজ্জামান জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠিয়ে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। মামলা করলে সংশ্লিষ্ট ধারায় তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-