শহিদুল ইসলাম, উখিয়া ◑
কক্সবাজার-টেকনাফ সড়কে মরিচ্যা যৌথ চেকপোস্টের বিজিবি সদস্যরা যাত্রীবাহী অটো রিকশা গাড়ী তল্লাশী চালিয়ে নয় হাজার আটশত পিস ইয়াবাসহ এক মাদক কারবারী কে আটক করতে সক্ষম হয়।
আটককৃত ব্যক্তি হলেন উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের মোহাম্মদ ইব্রাহীমের ছেলে মো: ইমরান (১৮)।
৩১ জানুয়ারি (শুক্রবার) সকাল দশটার দিকে এ অভিযান চালানো হয়। পরে বিকালে কক্সবাজারের রামু থানায় সোপর্দ্দ করা হয়।
মরিচ্যা যৌথ চেকপোস্টের হাবিলদার শরীফুল ইসলাম সত্যতা স্বীকার করে কক্সবাজার জার্নালকে বলেন, উখিয়ার বালুখালী থেকে কক্সবাজার গামী যাত্রীবাহি অটোরিকশা গাড়ী তল্লাশী চালিয়ে ইয়াবা সহ একজনকে আটক করতে সক্ষম হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-