উখিয়ার কোটবাজারে নানা রঙের বাহারি নকশার ওড়নার পসরা সাজিয়ে বসেছে তানিসা ওড়না হাউজ। দেশীয় আভিজাত্যের ছোঁয়া নিয়ে ফ্যাশন সচেতন সব বয়সের ক্রেতাদের জন্য বাহারি সব নিত্য নতুন চমৎকার ওড়না, হিজাব পাওয়া যাচ্ছে এই দোকানে। দাম সহনীয় পর্যায়ে রেখে দেশি পোশাকের পাশাপাশি বিভিন্ন ধরনের বিদেশী কালেকশনও রাখা হয়েছে তানিশা ওড়না হাউজে।
শিশু-কিশোর থেকে শুরু করে বৃদ্ধ বয়সীদের পর্যন্ত রুচিশীল ফ্যাশন ও রঙ এর দিকে নজর রেখে তানিশা ওড়না হাউজের আয়োজন। প্রত্যেকটি পোশাকে রয়েছে ভিন্নতার ছোঁয়া।
মেয়েদের জন্য নিত্য নতুন ডিজাইনের পার্টি, চায়না,কাতান,জামদানি,সুতির ওড়না-হিজাব, সালোয়ার-কামিজ, শাড়ি, কুর্তি, ওড়না, গাউন, ফতুয়া, লেডিস জিন্স, গাভাডিং, টাইস, জেগিস প্যান্ট, স্কার্ট, সাগর প্লাজো,স্কার্ট প্লাজো, ব্লাউজ, পেটিকোট, কাস্মীরী চাদর, সুয়েটার,ব্রা,পেন্টি ইত্যাদি বিভিন্ন রং ও নকশা সমৃদ্ধ এসব পোশাকে কাজ করা হয়েছে অ্যামব্রয়ডারি, ব্লক, ইয়ক, কারচুপি, চুমকিসহ বিভিন্ন মোটিভে। সুতি, তাঁত সিল্ক, র-সিল্ক, টিস্যু সিল্ক, জর্জেট, লিলেন, কাতান, তশোর ও আর্দি কাপড় ব্যবহার করা হয়েছে এসব পোশাকে।
এছাড়াও দেশী-বিদেশী বোরকাসহ শিশুদের বৈচিত্রময় পোশাকসহ সাজানোর নানা অনুষঙ্গ পাওয়া যাচ্ছে।
তানিশা ওড়না হাউজের স্বত্বাধিকারী মুফিজ উদ্দিন বলেন, ক্রেতা সমাগম বেশ ভাল হচ্ছে। সামনের দিনগুলোতে সমাগম আরও বাড়বে আশা করছি। মনে হচ্ছে ক্রেতাদের চাহিদা অনুযায়ী আমরা তাদের সন্তুষ্ট করতে পারছি। ভালো মানের পোশাক পরিমিত মূল্যে ক্রেতাদের সামনে উপস্থাপন করতে পারছি। উখিয়াবাসী সবাই আনন্দের সঙ্গে যেন সব কেনাকাটা করতে পারে, কেউ যেন এবার নিরাশ না হয়, এই কামনা করি।
যোগাযোগ…
তানিশা ওড়না হাউজ
চৌধুরী মার্কেট ২য় তলা, কোটবাজার, উখিয়া,কক্সবাজার।
প্রোপ্রাইটার- আলহাজ্ব আবু ছিদ্দিক সও
পরিচালনায়- মুফিজ উদ্দিন
মোবাইল-০১৮৫০৫৩৭১৬৯
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-