জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটিতে কক্সবাজারের ৭ জন

ইমাম খাইর ◑
২ জন যুগ্ম সাংগঠনিক সম্পাদকসহ জাতীয় পার্টির কেদ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন কক্সবাজারের ৭ জন। বাকী ৫ জনকে সদস্য হিসেবে অন্তর্ভক্ত করা হয়েছে। যেটি কক্সবাজারের জাতীয় পার্টির ইতিহাসে সর্বোচ্চ অর্জন ও সম্মান বলে দলের নেতাকর্মীরা জানিয়েছে।

২ জন যুগ্ম সাংগঠনিক সম্পাদক হলেন- কক্সবাজার জেলা জাতীয় পাটির সাবেক দুবারের সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবি সমিতির সফল সাধারণ সম্পাদক এড. মোহাম্মদ তারেক, জেলা জাপার সাবেক সহ- সভাপতি অধ্যাপক নুরুল আমিন সিকদার ভুট্টু।

সদস্য হয়েছেন -কক্সবাজার জেলা জাতীয় মহিলা পার্টির সভানেত্রী সাবেক এমপি খোরশেদ আরা হক, কক্সবাজার জেলা জাপার আহবায়ক মেহেরুজ্জামান, সদস্য সচিব ও কক্সবাজার বাঁচাও আন্দোলনের মুখপত্র মফিজুর রহমান, জেলা জাতীয় কৃষক পার্টির সভাপতি মোশারফ হোসেন দুলাল, কক্সবাজার শহর জাতীয় পার্টির সভাপতি ও আমরা কক্সবাজারবাসীর অন্যতম সমন্বয়ক নাজিম উদ্দিন নাজিম।

জাতীয় পার্টির নবম জাতীয় কাউন্সিলের সিদ্ধান্ত এবং গঠনতন্ত্রের ধারা ১২ এর ৩ উপধারা মোতাবেক জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটিতে তাদের মনোনীত করেন চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির দফতর সম্পাদক সুলতান মাহমুদ।

আরও খবর