আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল ◑
উখিয়ায় ওয়াশ কার্যক্রম নিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ’ এর বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ এর উদ্যোগে ২৪ মাস মেয়াদী জিওবি-ইউনিসেফের আর্থিক ও কারিগরি সহযোগিতায় ‘কমিউনিটি এপ্রোচ টু টোটাল স্যানিটেশন’ (ক্যাটস) নামক ওয়াশ প্রকল্প শুরু করেছে।
এ উপলক্ষে সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ‘কমিউনিটি এপ্রোচ টু টোটাল স্যানিটেশন’(ক্যাটস) নামক প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এই সভাটি যৌথভাবে আয়োজন করে এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ ও এনজিও সংস্থা আইডিই।
এনজিও ফোরামের প্রজেক্ট কো-অর্ডিনেটর মোশাররফ হোসাইনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার নিকারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
এনজিও ফোরামের পক্ষ থেকে বক্তব্য রাখেন, উখিয়াস্থ টিম লিডার মনজুর মোর্শেদ। তিনি ‘ক্যাটস’ প্রকল্পের বিভিন্ন কার্যক্রমের ধারণা পত্র উপস্থাপন করেন।
প্রধান অতিথির বক্তব্যে উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী বলেছেন, যেহেতু এখানে প্রায় ৮ লক্ষ রোহিঙ্গার বসবাস। এসব রোহিঙ্গারা যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করে পরিবেশের মারাত্বক অবনতি ঘটিয়েছে। অন্যদিকে, আমাদের অনেক এলাকাতে এখনো খোলামেলা স্থানে মল-মুত্র ত্যাগ করে। মানুষ এখনো নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন না।
এ আশংকাকে সামনে রেখে স্বাস্থ্য সম্মত টয়লেট, নিরাপদ খাবার পানি সংক্রান্ত ব্যাপারে কাজ করতে হবে, স্থানীয় মানুষকে এ নিয়ে সচেতন করে তুলতে হবে। পরিশেষে তিনি এ প্রকল্পকে এগিয়ে নিতে উপজেলা প্রশাসন কর্তৃক যা যা করা লাগবে তা দেওয়ার আশ্বাস দেন।
এ সময় উখিয়া স্বাস্থ্য কেন্দ্রের মেডিক্যাল অফিসার ডা: মিজান বলেন, উখিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার আশংকা আছে বটে। যেহেতু চীন সীমান্তে মিয়ানমার, মিয়ানমার সীমান্তে বাংলাদেশ, তাই রোহিঙ্গারা নিয়মিত মিয়ানমারের সাথে আসা যাওয়া করছে বিধায় করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারে।
তবে করোনা ভাইরাস ঠেকানোর ব্যাপারে এ পর্যন্ত উখিয়া হাসপাতালে কোন প্রকার প্রতিরোধক মূলক ঔষধ আসেনি তবে করোনা ভাইরাস সংক্রান্ত গাইডলাইন শিগগিরই আসছে।
তিনি সবাইকে নিয়মিত পরিস্কার পরিচ্ছন্ন থাকার আহবান জানিয়ে বাড়িতে প্রবেশের সাথে সাথে সাবান দিয়ে হাত-মুখ পরিস্কার রাখার পরামর্শ দেন। বের হওয়ার সময় মুখে মাস্ক ব্যবহার করে দৈনন্দিন কাজ কর্ম করতে বলেন।
অন্যদিকে একই দিনে ইম্প্রুভ ওয়াশ হোষ্ট কমিউনিটি প্রজেক্টের ওয়াটার প্লান্ট উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নিকারুজ্জামান চৌধুরী।
ইউনিসেফের ওয়াশ অফিসার সাজেদা বেগম, গনস্বাস্থ্য প্রকৌশলী আল আমিন, এনজিও সংস্থা আইডি টিম লিডার হাশেম আলী আকাশ, উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা,বিভিন্ন শ্রেণির পেশার ব্যক্তিবর্গ, সাংবাদিক,সুশীল সমাজ প্রতিনিধিরা কর্মশালায় অংশ নেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-