সেন্টমার্টিন দ্বীপে মানববন্ধন: পরিবেশ রক্ষায় ৯ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক ◑

‘সেন্টমার্টিন দ্বীপ বাঁচাতে নিয়ন্ত্রিত পর্যটন চাই’ শ্লোগানে সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ-প্রতিবেশ রক্ষার দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ‘এনভায়রনমেন্ট পিপল’।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর ২টায় কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের জেটিঘাটে অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনটির ৪৫ জন স্বেচ্ছাসেবীসহ কয়েকশ পর্যটক ও দ্বীপের বাসিন্দা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে দ্বীপ বাঁচাতে ৯ দফা দাবী তুলে ধরা হয়। দাবীগুলো হলো যথাক্রমে বিদ্যমান প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ-তে ৯টি পয়েন্টের নিষিদ্ধ কার্যক্রম রোধ কল্পে) আইন কঠোরভাবে প্রয়োগ করা, দ্বীপে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা, পর্যটক ও পর্যটন সংশ্লিষ্ট যাবতীয় কর্মকান্ড নিয়ন্ত্রণ করা, পর্যটকদের আচরণ নিয়ন্ত্রণ ও নির্ধারণ করা, ছেড়াদ্বীপে পর্যটক নিষিদ্ধ করা, দ্বীপে স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা, দ্বীপে নিরাপদ খাবার পানির উৎস্য নিশ্চিত করা, পরিবেশ ছাড়পত্র ব্যতিত হোটেল ও রির্সোট তৈরী বন্ধ করা, স্থানীয় মানুষের জীবন-জীবিকা, জীববৈচিত্র্য ও দ্বীপ রক্ষায় নীতিমালা তৈরী করা।

এর আগে দ্বীপ রক্ষায় সচেতনতামূলক কর্মসূচীর অংশ হিসেবে সংগঠনটি গত সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় সেন্টমার্টিন বাজার এলাকায় দ্বীপের পরিবেশ-প্রতিবেশ রক্ষায় স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময় সভা করেছে।

পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ‘এনভায়রনমেন্ট পিপল’ এর প্রধান নির্বাহী রাশেদুল মজিদের সভাপতিত্বে অনুষ্টিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন, সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহম্মদ।

এসময় বক্তব্য রাখেন চ্যানেল আইয়ের জীবন ও প্রকৃতি কক্সবাজারের উপদেষ্টা সরওয়ার আজম মানিক, সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুল হক, ইউপি সদস্য আব্দু রউফ, ব্যারিস্টার শাহরিয়ার ইয়াছিন, রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের সভাপতি এইচএম নজরুল ইসলাম, এনভায়রনমেন্ট পিপল এর পরিচালক মো. হোসাইন, পরিচালক আজিম নিহাদ ও সেন্টমার্টিন যাত্রী পরিবহন সার্ভিস বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক ছৈয়দ আলম।

অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনটির আরেক পরিচালক শাহেদ মিজান। এর আগে বিকালে দ্বীপে পরিচ্ছন্নতা কর্মসূচী এবং সকালে সচেতনতামূলক কর্মসূচীও পালন করে সংগঠনটি।

আরও খবর