ডেস্ক রিপোর্ট ◑ ইয়াবা ব্যবসায়ের সঙ্গে যুক্ত থাকার অপরাধে কারাগারে থাকা আমিন হুদা ও তার স্ত্রী মিতু বেগমের সম্পদ বিবরণী চেয়ে নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২১ জানুয়ারি এই নোটিশ পাঠানো হয়। নোটিশ পাঠান দুদকের পরিচালক (মানিলন্ডারিং) গোলাম শাহরিয়ার চৌধুরী। দুদকের ঊর্ধ্বতন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ২১ কার্যদিবসের মধ্যে রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে সম্পদ বিবরণী দাখিল করতে বলা হয়েছে হুদা ও তার স্ত্রীকে।
মাদক চোরাচালান মামলায় ৭৯ বছরের সাজাপ্রাপ্ত আমিন হুদা বিতর্কিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের ভাগ্নে। ২০০৭ সালের ২৪ অক্টোবর র্যাবের অভিযানে এক সহযোগীসহ গ্রেফতার হন আমিন হুদা। সে সময় গুলশানে তার ফ্ল্যাট থেকে থেকে ইয়াবা তৈরির সরঞ্জাম, উপাদানসহ বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার হয়। ২০১২ সালে জুলাইয়ে আদালতের রায়ে ৭৯ বছরের সাজা হয় আমিন হুদার। পরে রায়ের বিরুদ্ধে আপিল করলে ২০১৩ সালে হাইকোর্ট তাকে জামিন দেন। কিন্তু পরে রাষ্ট্রপক্ষের আবেদনে জামিন বাতিল হয়ে যায়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-