শহিদুল ইসলাম,উখিয়া :
কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় উখিয়ার মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র ও মাদক উদ্ধারের জন্য পুরস্কৃত হয়েছেন উপ পরিদর্শক মোহাম্মদ মোবারক হোসেন।বিশেষ করে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে রাত দিন পরিশ্রম করার ফলস্বরুপ তিনি এ সন্মানজনক পুরস্কার লাভ করেন।
গত বৃহস্পতিবার ২৩ জানুয়ারি পুলিশ লাইন্সের ড্রিল শেডে কক্সবাজারের পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম (বার) সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রেজওয়ান আহমেদ এর সঞ্চালনায় এ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।সভায় বিভিন্ন ক্যাটাগরীতে আরও ৫০ জনকে পুরস্কৃত করা হয়।
সভায় অতিরিক্ত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইকবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) নিহাদ আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আদিবুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মতিউল ইসলাম, সহকারী পুলিশ সুপার (মহেশখালী সার্কেল) রতন কুমার দাশ গুপ্ত, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) মোঃ শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।
কক্সবাজার জেলা পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম (বার) বলেন গত ডিসেম্বর মাসে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে আরো দৃঢ় মনোবল ও পেশাদারিত্বের সাথে এগিয়ে যাওয়ার জন্য সকলকে উৎসাহিত করেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-