টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদক কারবারী মুন্না নিহত

গিয়াস উদ্দিন ভূলু,কক্সবাজার জার্নাল ◑
টেকনাফে নাফনদীর কিনারায় লবণ মাঠে পুলিশের মাদক বিরোধী অভিযানে মুন্না এক মাদক কারবারী নিহত হয়েছে। এসময় পুলিশের ৩জন সদস্য আহত হলেও বিপূল পরিমাণ ইয়াবা,অস্ত্র ও বুলেট উদ্ধার করা হয়েছে।

সূত্র জানায়, ২৬ জানুয়ারী রাতের প্রথম প্রহরে টেকনাফ মডেল থানার একদল পুলিশ মিয়ানমার হতে ইয়াবার চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং নয়াবাজারের পূর্বে নাফনদীর কিনারা সংলগ্ন লবণ মাঠে অবস্থান নেয়।

কিছুক্ষণ পর একদল মাদক কারবারী পুলিশের উপস্থিতি টের পাওয়ার সাথে সাথে পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে পুলিশের এএসআই অহিদ উল্লাহ (৪০), কনস্টেবল আব্দু শুক্কুর (২৩) ও মোঃ হেলাল আহত হয়।

তখন পুলিশও আত্নরক্ষার্থে বেশ কিছুক্ষণ গুলিবর্ষণ করলে মাদক কারবারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশী করে ১০হাজার ইয়াবা, ৩টি দেশীয় অস্ত্র ও ১২ রাউন্ড তাঁজা কাতুর্জ, ১৬ রাউন্ড খালি খোসাসহ গুলিবিদ্ধ এক ব্যক্তিতে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুলিবিদ্ধ মাদক কারবারী গ্রুপের সদস্য হোয়াইক্যং পূর্ব সাতঘরিয়া পাড়ার জালাল আহমদের পুত্র মোঃ নাসির ওরফে মুন্না (৩০) কে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।

এই বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ মাদক বিরাধী অভিযানে গোলাগুলিতে ৩জন পুলিশ সদস্য আহত ও ১জন মাদক কারবারী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে নিহত এবং ঘটনাস্থল হতে ইয়াবা, দেশীয় অস্ত্র ও তাঁজা কাতুর্জ উদ্ধারের সত্যতা কক্সবাজার জার্নালকে নিশ্চিত করেন।

তিনি আরো বলেন, এই বিষয়ে তদন্ত স্বাপেক্ষে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং টেকনাফে যতক্ষন পর্যন্ত মাদক নির্মূল জিরো টলারেন্স পযার্য়ে না আসবে ততক্ষণ পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর