শাহী কামরান ◑
কক্সবাজার সদরের বাংলাবাজার স্টেশনে গভীর রাতে একজন চোর আটক করেছে স্থানীয় জনতা।
সরেজমিনে জানা যায়,রাত অনুমানিক ৩ঘটিকার সময় বাংলাবাজার স্টেশনে একটি পরিত্যক্ত টাটা মিনি ট্রাক স্টার্ট করতে চেষ্টা করছিল আটককৃত চোর। নাইটগার্ড ও বজল নামের একজন স্থানীয় ব্যক্তি গাড়ির শব্দ পেয়ে তাকে হাতেনাতে ধরে।
প্রাথমিক স্বীকারোক্তিতে তার পরিচয় পাওয়া গেছে।
তার বাড়ি মহেশখালী, সে স্থায়ীভাবে বসবাস করে রামুর মরিচ্যা এলাকায়। তার সাথে থাকা কিছু সন্দেহজনক জিনিসপত্র পাওয়া গেছে। একটি মাস্টার কি,ভূয়া একটি লাইসেন্সের কপি,গাড়ির পার্টস খোলার কিছু সরঞ্জাম। তার সাথে আসা আরো কয়েকজন পালিয়ে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
পরে, এসআই রুহুল আমিনের নেতৃত্বে কক্সবাজার মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আটককৃত চোর কে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। এসআই রুহুল আমিন জানান, আমরা এই মাসে বিভিন্ন যায়গায় গাড়ি চুরির খবর পেয়েছি। আটককৃত চোরের বিরুদ্ধে শিঘ্রী আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-