বদরখালীতে সীমানা বিরোধ নিয়ে সন্ত্রাসীদের হামলা: নারীসহ আহত-৩

নিজস্ব প্রতিবেদক
চকরিয়া উপজেলার বদরখালীতে সীমানা বিরোধের জের ধরে সন্ত্রাসীদের হামলায় মহিলাসহ ৩ জন গুরুতর আহত হয়েছে।

আহতরা হলেন, বদরখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ৩নং ব্লকের আব্দুল জলিলের স্ত্রী মনোয়ার বেগম, আব্দুল কাদেরের স্ত্রী আনোয়ার বেগম ও আব্দুল কাদের এর ছেলে আলী আজম।

হামলাকারীরা হলেন, একই এলাকার মৃত ছাবের আহমদের ছেলে নুর উদ্দীন, নাজু, নুর উদ্দীনের ছেলে কাজল ও আরিফ, নুরুল আলমের ছেলে জাহাঙ্গীর, মৃত জাফর আলমের ছেলে মাদু ও নুর উদ্দীনের স্ত্রী নাজমা বেগমসহ অজ্ঞাত ভাড়াটিয়া ৪/ ৫ জন সন্ত্রাসী।

গত ২৩ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১০ টার দিকে আহতের বসতবাড়িতে এঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতের উদ্ধার করে চকরিয়া সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার গুরুতর অবস্থায় দেখে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

আহত আলী আজম বলেন, বাড়ির সীমানা বিরোধ নিয়ে হঠাৎ ভাড়াটিয়া সন্ত্রাসীসহ উপরোক্ত সন্ত্রাসীরা আমাদের উপর হামলা চালায়। হামলায় আমিসহ ৩ জন আহত হয়েছি। আহতের মধ্যে আমার মা আনোয়ার বেগম ও চাচী মনোয়ারা বেগম অবস্থা খুবই গুরুতর। উক্ত হামলাকারীদের বিরুদ্ধে মামলার পক্রিয়া চলছে।

আরও খবর