সংবাদ বিজ্ঞপ্তি ◑
গরীব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণ করেছে জেসিআই ঢাকা এন্ট্রপ্রেনার্স। গতকাল রাতে বনানী এলাকায় প্রায় ৩০০ গৃহহীন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল ও খাবার বিতরন করেছে সংগঠনটি।
জেসিআই ঢাকা এন্ট্রপ্রেনার্স এর প্রেসিডেন্ট শেখ কুদরত-ই-ইবতিহাজ জয় এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আরেফিন রাফি আহমেদ এর নেতৃত্বে এ শীতবস্ত্র বিতরন করা হয়।
আর্তমানবতার সেবায় এই প্রথমবারের মত জেসিআই ঢাকা এন্ট্রপ্রেনার্স এ কর্মসূচী পালন করেছে। জেসিআই ঢাকা এন্ট্রপ্রেনার্স টিম গভীর রাতে রাস্তায় খুজে খুজে শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র খাবার বিতরন করে।
এসময় উপস্থিত ছিলেন জেসিআই ঢাকা এন্ট্রপ্রেনার্স এর পরিচালক সুলগ্না আহমেদ, কাজী রাফকাত হোসেন এবং নাভিদ আরেফিন খান সহ প্রমুখ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-