এনজিও সংস্থা ওয়ার্ল্ড ভিশনের গাড়ীর ধাক্কায় শিশুর মৃত্যু

শহিদুল ইসলাম, উখিয়া ◑
কক্সবাজারের উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে এনজিও সংস্হা ওয়াল্ড ভিশনের গাড়ীর ধাক্কায় এক রোহিঙ্গা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত শিশুর নাম হলেন নাজমুল হাসান (৩)।সে উখিয়ার জামতলী রোহিঙ্গা গ্রামের সৈয়দ আমিনের ছেলে। বু্ধবার সকাল ১১টার সময় এ দুঘর্টনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সূত্রে জানা গেছে উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত এনজিও সংস্হা ওয়ার্ল্ড ভিশনের একটি গাড়ী দ্রুত গতিতে যাওয়ার সময় রোহিঙ্গা শিশুটি রাস্তা পারা পারের সময় গাড়ী ধাক্কায় ঘটনাস্হলে গুরুতর আহত হয়ে মাটিতে লুটে পড়েন। এসময় পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এসে গুরুতর আহত নাজমুল হাসানকে ক্যাম্প অভ্যন্তের থাকা হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।

উখিয়া থানার ওসি তদন্ত নুরুল ইসলাম বলেন রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তের এক শিশু সড়ক দুঘর্টনায় মৃত্যু হয়েছে।

আরও খবর