কক্সবাজারে ভুয়া র‌্যাব সদস্য আটক

ডেস্ক রিপোর্ট ◑
কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া বাজার থেকে রোববার (১৯ জানুয়ারি) গভীর রাতে এক ভূয়া র‌্যাব সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

আটককৃত এরশাদ (৩০) বড়মহেশখালী ইউনিয়নের বড়ডেইল গ্রামের বাসিন্দা।

রবিবার (১৯ জানুয়ারি) রাতে পানিরছড়া বাজারের একটি কম্পিউটারের দোকানে এসে আইডি কার্ড বানাতে গিয়ে সে ধরা পড়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ওসি প্রভাস চন্দ্র ধর জানান, রবিবার রাতে পানিরছড়া বাজারের একটি কম্পিউটারের দোকানে আইডি কার্ড বানাতে গিয়ে অসংলগ্ন কথা বলায় জনতা তাকে আটকে রেখে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ গিয়ে তাকে আটক করে। বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে।

আরও খবর