রামুতে প্রবাসীকে হত্যা: গহীন পাহাড় থেকে আটক সেই খুইল্ল্যা মিয়া

রামু প্রতিনিধি ◑

কক্সবাজারের রামু মিঠাছড়িতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মোহাম্মদুল হক (৪৫) নামে এক প্রবাসীকে কুপিয়ে হত্যা মামলার এক নম্বরর আসামিকে আটক করেছে রামু থানা পুলিশ। আটককৃতের নাম সোলতান ওরফে খুইল্ল্যা মিয়াকে।

আজ সোমবার (২০ জানুয়ারি) ভোররাতে টেকনাফের একটি গহীন পাহাড়ি জঙ্গলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। তিনি সেখানে আত্মগোপনে ছিল।

সোমবার দুপুর ২ টার দিকে সোলতানকে আদালতে পাঠান পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ওসি আবুল খাইয়ের।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ৮ টার দিকে মিঠাছড়ি ইউনিয়নের পূর্ব পানের ছড়া ঝিরিরঘোনা এলাকায় মোহাম্মদুল হককে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। এলোপাতাড়ি দায়ের কোপে মোহাম্মদুল হকের বাম পা বিচ্ছিন্ন হয়। তাছাড়া ডান পা, মাথা ও শরীরের বিভিন্ন অংশ ক্ষত-বিক্ষত হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান। তিনি একই এলাকার মৃত গোলাম হোসেনের ছেলে।

আরও খবর