মহেশখালীতে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন

মহেশখালী প্রতিনিধি ◑

মহেশখালীতে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন
কক্সবাজারের মহেশখালী উপজেলার গোরকঘাটা সিকদার পাড়া এলাকায় ভাইয়ের ছুরিকাঘাতে শাহরিয়া শামু (২০) নামে অপর ভাই নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার (২০ জানুয়ারি) সকাল ৯ টার দিকে উপজেলার গোরকঘাটা সিকদার পাড়া এলাকায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহত শামু একই এলাকার মৃত সমদ ভূঁইয়ার ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে আজ সকালে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আটক তিনজন হলেন- নিহতের আপন ভাই সাগর, মো. মামুন, জিয়াউদ্দীন খোকা।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাস চন্দ্র ধর বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আহত অবস্থায় শামুকে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

তিনি আরো জানান, এ ঘটনায় নিহতের আপন তিন ভাইকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

আরও খবর