আজিম নিহাদ ◑
ফেসবুকে হঠাৎ কক্সবাজার জেলায় জন্ম-মৃত্যু নিবন্ধন সার্ভার চালু হয়ে গেছে বলে গুজব ছড়ানো হচ্ছে। বিষয়টি অত্যন্ত দঃখজনক। এতে করে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে। এটাও এক ধরণের হয়রানি। একজন বিবেকবান মানুষ হিসেবে এধরণের বিভ্রান্ত ছড়ানো উচিত নয়।
মূলত, আজ সোমবার (২০ জানুয়ারি) কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে কক্সবাজারে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা জন্ম-মৃত্যু নিবন্ধন সার্ভার চালুর উদ্যোগের অংশ হিসেবে জেলার সকল চেয়ারম্যান, ইউপি সচিব এবং উদ্যোক্তাদের নিয়ে সচেতনতা মূলক সভা হয়েছে। যেখানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন। জন্ম-মৃত্যু নিবন্ধন চালু হওয়ার পর কি কি নির্দেশনা তাদের মানতে হবে সেই বিষয়ে অবগত করা হয়েছে।
জন্ম-মৃত্যু নিবন্ধন কোনদিন বা কোন সময়ে চালু হবে সেবিষয়ে স্পষ্ট কোন তথ্য জানানো হয়নি। তাই জন্ম-মৃত্যু নিবন্ধন সার্ভার চালু হয়েছে বলে যারা বিভ্রান্ত ছড়াচ্ছেন তারা দয়া করে মিথ্যা তথ্য ছড়িয়ে জনগনকে বিভ্রান্তিতে ফেলবেন না।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-