লবণের ট্রাকে করে ইয়াবা পাচারের চেষ্টা, নারায়ণগঞ্জে কক্সবাজারের তিন যুবক আটক

অনলাইন ডেস্ক ◑  নারায়ণগঞ্জের রূপগঞ্জে লবণবোঝাই ট্রাক থেকে ১৫ হাজার ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব। এ সময় তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

শনিবার সকালে ওই উপজেলার কাঞ্চন সেতুর পশ্চিম সংলগ্ন ব্রাহ্মণখালীতে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- কক্সবাজার সদরের নাসির উদ্দিন, মহিউদ্দিন, সাগর।

লবণের ট্রাকে পাওয়া ইয়াবা, টাকা ও মোবাইল
লবণের ট্রাকে পাওয়া ইয়াবা, টাকা ও মোবাইল

র‌্যাব-১, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মেহেদী জানান, লবণবোঝাই ট্রাকে ইয়াবার চালান নিয়ে কক্সবাজার থেকে এশিয়ান হাইওয়ে দিয়ে গাজীপুর যাচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে কাঞ্চন সেতুর পাশে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। এ সময় ট্রাকটিকে থামার সংকেত দিলে চালক দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। পরে গতিরোধ করে তল্লাশি চালিয়ে ১৫ হাজার ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়।

মেজর মেহেদী আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে- আটকরা কক্সবাজার থেকে বিভিন্ন পণ্য পরিবহনের আড়ালে রাজধানী ও গাজীপুরের বিভিন্ন স্থানে মাদক পাচার করতো। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর