ডেস্ক রিপোর্ট ◑ চকরিয়ার অরণ্যে মিলল ঝুলন্ত মাথার খুলি রক্ত-মাংস শুকিয়ে যাওয়া একটি গলাকাটা মাথার খুলি উদ্ধার হয়েছে কক্সবাজারের চকরিয়ায়।
ফাঁশিয়াখালী বন রেঞ্জের ডুলাহাজারার গহীন অরণ্যে গাছের ডালে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত মাথার কঙ্কাল আজ রবিবার (১৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে উদ্ধার করে চকরিয়া থানা পুলিশ।
ধারণা করা হচ্ছে, অন্তত ৩ মাস আগে এ গলা কেটে মাথাটি বিচ্ছিন্ন করে গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে রবিবার সকালে ক্সবাজার ও চট্টগ্রামে কর্মরত সিআইডি’র একটি টিমের সাথে স্থানীয় পুলিশের একটি দল বনাঞ্চলের গহীনে যায়। খুলির ঝরে পড়া চুল দেখে মনে হচ্ছে খুলিটি কোন মেয়ের। তবে তার বয়স ও পরিচয় শনাক্ত করা যায়নি।
ওসি আরো বলেন, উদ্ধার করা মাথার খুলিটি কক্সবাজার হাসপাতাল মর্গ থেকে ময়নাতদন্ত করার পর ডিএনএ ও ভিসেরা পরীক্ষা করা হবে। তার পরিচয় শনাক্তে নিকটবর্তী কোন থানা এলাকায় আড়াই-তিনমাস পূর্বে কোন মেয়ে নিখোঁজ হয়েছে কিনা সন্ধান করা হচ্ছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-