খুরুশকুলে অপহরণ মামলার আসামী রুবেল আটক

সাইফুল ইসলাম, কক্সবাজার জার্নাল ◑

কক্সবাজার সদরের খুরুশকুলে ইউনিয়নের হামজার ডেইল এলাকার অপহরণ মামলার আসামী মো. রুবেলকে আটক করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর মডেল থানার এস আই মোস্তাক আহমদ এর নেতৃত্বে ১৯ জানুয়ারি (রবিবার) দুপুর ২ টার দিকে একই ইউনিয়নের হামজার ডেইল দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। অপহরণকারী মো. রুবেল খুরুশকুল হামজার ডেইল এলাকার হাছন সওদাগরের ছেলে ও সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোস্তাক আহম্মদ এর ভাগিনা।

স্থানীয়রা জানায়, মো, রুবেল অত্যন্ত খারাপ প্রকৃতির লোক। এলাকায় তার একটি অপকরণ সিন্ডিকেট রয়েছে। সে সিন্ডিকেটের প্রধান বলে জানা যায়। এছাড়াও মাদক ব্যবসা, ছিনতাই, চুরিসহ নানা অপরাধে লিপ্ত রয়েছে সে। এলাকার কাউকে পরোয়া করে না।

কক্সবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারশেন) মোহাম্মদ ইয়াছিন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, অপহরণ মামলার আসামী রুবেল থানার হেফাজতে রয়েছে। বাকী আসামীদেরকেও আটক করার জন্য চেষ্টা চলছে।

আরও খবর