বাংলাদেশ জলসীমায় ২ ট্রলারসহ ২৬ ভারতীয় জেলে আটক

বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ শিকারের অভিযোগে দু’টি ফিসিং ট্রলারসহ ২৬ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী।

সাগরের গহীনে বন্দরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে নৌবাহিনীর নিয়মিত টহলরত জাহাজ “বিএনএস কপোতাক্ষ”র নাবিকরা ওই জেলেদের ধাওয়া করে ট্রলারসহ আটক করেন। এনিয়ে গত ৬ দফায় ৯টি ফিশিং ট্রলারসহ ১০৩জন ভারতীয় জেলে নৌবাহিনীর হাতে আটক হলো।

শনিবার রাতে আটক ভারতীয় জেলেদের মোংলা থানায় হস্তান্তর করেছে নৌবাহিনী। পরে ওই জেলেদের বিরুদ্ধে মামলা দায়ের করে রোববার সকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

নৌবাহিনীর বরাত দিয়ে মোংলা থানার ওসি মো. ইকবাল বাহার চৌধূরী জানান, শুক্রবার রাতে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়ার আনুমানিক ৭০ কিলোমিটার উত্তরে দেশেীয় জলসীমায় উত্তরপশ্চিম কোন এলাকায় টহলদানকালে বেশ কয়েকটি ভারতীয় ফিশিং ট্রলারকে বাংলাদেশের সীমানায় প্রবেশ করে মাছ শিকার করতে দেখে। এসময় অভিযান চালিয়ে দুইটি ট্রলার এফবি শঙ্খপ্রদীপে থাকা জেলে রাখাল দাস (৪২), সজল দাস (২৪), মনোকৃষ্ণ দাস (৩২), সুভাষ দাস (৪৫), রাখাইল দাস (৪০), তাপষ দাস (২৯), মতি দাস (৩০), রামহরী দাস (৩১), শ্রী গবিন্দ দাস (৪০), গোবিন্দ্র দাস ৯৪৫), শুরেন্দ্র দাস (৬৮), হরী দাস (৩৬) ও দ্রুভ বিশ্বাস (৩০) এবং এফভি মা-মঙ্গলচন্ডী ট্রলারে থাকা জেলে বিনন্দ দাস (৪২), বার্মা দাস (৩২), রাখেশ দাস (১৯), অরুন দাস (৬০), কার্তিক দাস (৪২), অমূল্য দাস (৪৯), রাজেশ দাস (১৯), বৃন্দাবন দাস (৩৫), জতি বাবু (৬০), কৃষ্ণ দাস (৪২), সুজন দাস (২২), গুনধর দাস (২৭) ও আব্দুল দাহিয়ান শেখকে (৩৪) আটক করতে সক্ষম হয়।

তিনি জানান, আটক জেলেদের বাড়ি ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকায়।

আরও খবর