ডেস্ক রিপোর্ট ◑ মৌলভীবাজারের বড়লেখায় একই পরিবারের তিন নারীসহ পাঁচজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
শনিবার রাতে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের পাল্লাতল চা বাগানে এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড হতে পারে।
বড়লেখা থানার ওসি মো. ইয়াসিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে রওয়ানা হয়েছি। ঘটনাস্থলের ১৫ কিলোমিটারের মধ্যে মোবাইলের নেটওয়ার্ক নেই। সেখানে গেলে বিস্তারিত জানাতে পারবো। তবে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারাণা তার।
তিনি বলেন, ‘আমি খবর নিয়েছি। সেখান থেকে আমাকে জানানো হয়েছে এক ব্যক্তি তার স্ত্রী, মা ও দুই প্রতিবেশীকে খুন করে নিজে আত্মহত্যা করেছে। তাদের পরিচয় এখনও জানা যায়নি।’
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-