ক্রীড়া প্রতিবেদক ◑
ক্রীড়া পরিদপ্তর প্রণীত বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০১৯-২০২০ এর আওতায় জেলা ক্রীড়া অফিস উদ্যোগে উখিয়ায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারী) বিকালে উপজেলার মরিচ্যাপালং উচ্চ বিদ্যালয় খেলার মাঠে মাসব্যাপী এই ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম।
বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলী আকবর বাঙ্গালী, সাংবাদিক রাসেল চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা ক্রীড়া অফিসার আফাজ উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সহকারী শিক্ষক জিতেন্দ্র লাল বড়–য়া, আল ফুয়াদ একাডেমীর সহকারী শিক্ষক মোহাম্মদ ইসমাঈল।
মাসব্যাপী এই প্রশিক্ষণ পরিচালনা করবেন সাইফ ফুটবল একাডেমির পরিচালক সাইফ উদ্দিন মুন্না ও সহকারী পরিচালক জামাল উদ্দিন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-