এম. এ আজিজ রাসেল ◑
রামুর দক্ষিণ মিঠাছড়ির বহুল আলোচিত প্রবাসী মাহমুদুল হক হত্যা মামলার আসামীকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
শনিবার (১৮ জানুয়ারী) সকাল ১০টায় ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জিনির ঘোনা থেকে তাকে ধরা হয়। সে ওই এলাকার জামাল হোসেনের পুত্র সাবের হোসেন বাবু। মাহমুদুল হক হত্যা মামলার সে ৭নং আসামী বলে জানা গেছে। স্থানীয় এলাকাবাসী জানান, প্রবাসী মাহমুদুল হককে বিনা কারণে নির্মমভাবে হত্যা করা হয়। তার মৃত্যুতে এলাকায় এখনও শোকের আবহ বিরাজমান।
মাহমুদুল হক হত্যা মামলার মূল আসামীরা এখনও পুলিশের ধরা ছেঁায়ার বাইরে রয়েছে। এলাকাবাসী অভিযোগ করেন, আসামী গ্রেফতারে পুলিশি তৎপরতা নেই বললে চলে। জনতা আসামী বাবুকে ধরে সকাল ১০টায় রামু থানায় খবর দিলেও পুলিশ আসে বিকাল ৩টায়। যা জনমনে ক্ষোভের সঞ্চার হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-