শহিদুল ইসলাম, উখিয়া ◑
কক্সবাজারের উখিয়ায় বিজিবি অভিযান চালিয়ে ৫ হাজার ৪শ ৯০ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে। এদের মধ্যে একজন রোহিঙ্গা।
আটককৃতদের রামু থানায় সোপর্দ করা হয়েছে। আজ শনিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার সময় এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন- লামা উপজেলার মেরা খোলা গ্রামের দানু মিয়ার ছেলে আব্দুল মালেক (৪১) ও উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের জি ব্লকের মো. ইসহাকের ছেলে মো. তৈয়ব (৩০) ও পেকুয়া উপজেলার শীল খালী গ্রামের সেকান্দর আলীর ছেলে মিনা আকতার (৩২)।
৩৪ বিজিপির পাঠানো এক প্রেস নোটে জানানো হয়, রেজুখাল যৌথ চেকপোস্টের বিজিবি সদস্যরা উখিয়া থেকে কক্সবাজারগামী ব্যাটারি চালিত অটোরিকশা গাড়ি তল্লাশি চালিয়ে ৪ হাজার ৫শ’ পিস ইয়াবাসহ দু’জনকে আটক করতে সক্ষম হয়।
অপর দিকে মরিচ্যা যৌথ চেকপোস্টেরর বিজিবি সদস্যরা টেকনাফ থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী বাস তল্লাশি করে ৯শ ৯০ পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-