পিছিয়ে গেলো এসএসসি পরীক্ষা

ডেস্ক রিপোর্ট ◑ ২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা পূর্ব নির্ধারিত সময় ১ ফেব্রুয়ারি শুরু হচ্ছে না। এর পরিবর্তে আগামী ৩ ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হবে।

আগামী ১ ফেব্রুয়ারির পরিবর্তে ৩ ফেব্রুয়ারি এই পরীক্ষা শুরু হবে বলে জানিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি গনমাধ্যমকে বলেন, “আগামীকাল নতুন রুটিন দেওয়া হবে।”

রাতে দীপু মনি একথার বলার সময়ও সিইসির নেতৃত্বে ইসির বৈঠক চলছিল, যার মূল আলোচ্য ছিল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনের তারিখ পরিবর্তন।

সরস্বতী পূজার কারণে ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন নিয়ে জটিলতা দেখা দেয়ার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত এসেছে বলে ধারণা করা হচ্ছে। ঢাকা সিটি নির্বাচনও পেছাতে পারে। নির্বাচন কমিশন এ ব্যাপারে বৈঠকে বসেছে।

এ বছর পরীক্ষায় অংশ নিচ্ছে ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ শিক্ষার্থী। এর মধ্যে ১০ লাখ ২৪ হাজার ৩৬৩ ছাত্র এবং ১০ লাখ ২৩ হাজার ৪১৬ ছাত্রী রয়েছে।

আরও খবর