মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
শুক্রবার ১৭ জানুয়ারী দুপুর ১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার শান্তিরহাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত দম্পতির নামাজে জানাজা একই সাথে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৮ জানুয়ারী সকাল সাড়ে ১০ টায় চকরিয়া উপজেলার কৈয়ারবিল সিকদার পাড়া জামেউল উলুম মাদরাসা মাঠে স্বামী-স্ত্রী দু’জনের জানাজার নামাজ অনুষ্টিত হয়। জানাজায় শোকাহত মানুষের ঢল নামে। শোকের ছায়ায় আচ্ছন্ন হয়ে যায় পুরো এলাকা। জানাজার নামাজে নিহতদের আত্বীয় স্বজনসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লী ও শোকাহত জনতা অংশ গ্রহণ করেন।
এ সড়ক দুর্ঘটনায় নিহতেরা হলেন-চকরিয়া উপজেলার কৈয়ারবিল নিবাসী মরহুম আবুহেনা কন্ট্রাক্টরের পুত্র জাহিদ হোসেন শাকিল ও তার স্ত্রী নিগার সোলতানা। এ সড়ক দুর্ঘটনায় তাদের একমাত্র সন্তান রাহিম অলৌকিক ভাবে বেঁচে যায়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-