পটিয়ায় ২ বাসের সংঘর্ষে কক্সবাজারের জাহিদ ও তার স্ত্রী নিগারসহ নিহত ৩

চট্টগ্রাম ◑ পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহতদের মধ্যে নিগার সুলতানা (২৫) নামের আরো একজনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত নিগার সুলতানার বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল এলাকায়। তিনি ঘটনাস্থলে নিহত জাহিদ হোসেনের স্ত্রী বলে জানা গেছে।

এর আগে আজ শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল সোয়া ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তিরহাট এলাকায় একটি লোকাল বাস ও শ্যামলী বাসের সাথে সংঘর্ষে দুইজন নিহত হন। এ ঘটনায় আরো অন্তত ৬ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিমল চন্দ্র ভৌমিক।

নিহতরা হলেন- ওমর ফারুক (৪০)। তার বাড়ি নোয়াখালী জেলায়। অপরজন জাহিদ হোসেন (৩৮)। তার বাড়ি কক্সবাজার জেলায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য জানিয়েছেন।

বিমল চন্দ্র ভৌমিক বলেন, ‘কক্সবাজার থেকে আসা শ্যামলী পরিবহনের বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা বিসমিল্লাহ পরিবহন একটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আহত পাঁচ থেকে ছয়জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’

আরও খবর