গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল ◑
টেকনাফে র্যাবের সাথে গোলাগুলিতে দুই রোহিঙ্গা মাদক কারবারী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র,গুলি ও ইয়াবা উদ্ধার।
গোপন সংবাদে জানা যায়,টেকনাফ দায়িত্বরত র্যাব-১৫ (সিপিসি-১) সদস্যরা গোপন সংবাদের তথ্য অনুযায়ী ১৫ জানুয়ারী ভোর রাত ৩টার দিকে উপকুলীয় ইউনিয়ন বাহারছড়া শামলাপুর মেরিন ড্রাইভ সড়কের পাশে মাদক পাচার বিরোধী অভিযানে গেলে র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারে জড়িত অপরাধীরা র্যাব সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষন শুরু করলে র্যাবের ২/৩ জন সদস্য আহত হয়। এরপর আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালালে মাদক কারবারীরা পিছু হটে পালিয়ে যায়। গোলাগুলি থেমে যাওয়ার পর ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় দুই যুবককে পড়ে থাকতে দেখে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের দুই জনকেই মৃত ঘোষনা করে।
গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়া দুই যুবক হচ্ছে,উখিয়া কুতুপালং ১নং রোহিঙ্গা ক্যাম্প এলাকার হোসাইন শরিফের পুত্র মাদক কারবারী মোঃ আবুল হাশিম(৩০) একই ক্যাম্পের শামশুল আলমের পুত্র মোঃ আইয়ুব (২৪)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ (এক্স) পিপিএম, বিএন মির্জা শাহেদ মাহতাব জানান, র্যাবের সাথে গোলাগুলিতে দুই রোহিঙ্গা মাদক কারবারী নিহত হয়েছে। ঘটনাস্থল তল্লাশী করে ১০ হাজার ইয়াবা, দেশীয় তৈরী ২টি এলজি,৬ রাউন্ড তাজা কার্তুজ, ৫ রাউন্ড খোসা উদ্ধার করতে সক্ষম হয়েছে র্যাব।
তিনি আরো বলেন মাদক পাচারে জড়িত অপরাধীরা এখনো সক্রিয় রয়েছে। তবে তাদের সেই অপচেষ্টা প্রতিরোধ করার জন্য র্যাবের মাদক বিরোধী চলমান যুদ্ধ অব্যাহত থাকবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-