অনলাইন ডেস্ক ◑ দেশে থাকাকালীন লেখাপড়া শেষ না করে যেসব বাংলাদেশি সৌদি আরবে পাড়ি জমিয়েছেন তাদের জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতকে শিক্ষা কার্যক্রম চালু হচ্ছে।
রোববার (১৩ জানুয়ারি) এ সংক্রান্ত একটি ফর্ম ছেড়েছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস। এতে ভর্তিচ্ছু প্রবাসীদের নিবন্ধনের জন্য আহ্বান করা হয়েছে।
শিক্ষার্থীরা এসএসসি, এইচএসসি, ব্যাচেলর অব আর্ট (বি.এ), ব্যাচেলর অব সোস্যাল সায়েন্স (বি.এস.এস) এবং মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (এম. বি. এ) ভর্তির আবেদন করতে পারবেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-