চট্টগ্রাম ◑ জাতীয় সংসদের চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে বোয়ালখালীতে সরকার দলীয় আ.লীগ প্রার্থী মোছলেম উদ্দিন আহমদ নৌকা প্রতীকে ৫১ হাজার ১৭ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান পেয়েছেন ৬ হাজার ৫ শত ৪ ভোট। নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ শফিকুর রহমান রাত ৮টায় বোয়ালখালী নির্বাচন অফিসারের কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন।
বোয়ালখালীতে ৬৯ টি কেন্দ্রের ফলাফলে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ টেলিভিশন প্রতীকে পেয়েছেন ৬ শত ৬১ ভোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিন চেয়ার প্রতীকে পেয়েছেন ৫ শত ৬৫ ভোট, ন্যাপের বাপন দাশগুপ্ত কুঁড়েঘর প্রতীকে পেয়েছেন ৩ শত ৫২ ভোট ও ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক আপেল প্রতীকে পেয়েছেন ৪ শত ২৩ ভোট পেয়েছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-