নিজস্ব প্রতিবেদক ◑ উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের অন্তর্গত মধ্যম পাইন্যাশিয়ার জুম্মা পাড়া এলাকায় সুজন সংঘ মাহফিল কমিটির আয়োজনে ৭ম তম তাফসীরুল কোরআন মাহফিল আগামী ১৫ই জানুয়ারি অনুষ্ঠিত হবে।
উক্ত মাহফিলের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে তাফসীর পেশ করবেন শিবচর-মাদারিপুর, ঢাকার হযরত মাওলানা আবুল বাশার পিরোজপুরী সাহেব।
মাহফিলের বিশেষ আকর্ষণ কক্সবাজারের ঈদগাহের হযরত মাওলানা আলমগীর আজিজী।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, টেকনাফের হ্নীলার আতাউল হক বিন মুসা, রামুর জাফর আলম হেলালী, চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হযরত মাওলানা নুরুল আজিম সাহেব।
উক্ত মাহফিলের সভাপতিত্ব করবেন, জুম্মাপাড়া আবু বকর ছিদ্দিক (রাঃ) জামে মসজিদের খতিব হযরত মাওলানা শাহাব উদ্দিন সাহেব।
মাহফিল অনুষ্ঠিত হবে, মধ্যম পাইন্যাশিয়ার নুরুল হক সওদাগরের দোকান সংলগ্ন মাঠে।
উক্ত মাহফিলে সকলের প্রতি দ্বীনি দাওয়াতের আমন্ত্রণ জানান, সুজন সংঘ মাহফিল কমিটিসহ সংশ্লিষ্টরা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-