চট্টগ্রাম ◑ নগরীর কোতোয়ালী থানার ব্রীজঘাট এলাকা থেকে ডিবি (গোয়েন্দা) পুলিশ সেজে ছিনতাইকালে বোরহান উদ্দিন রব্বানী প্রকাশ ইমনকে (২২) গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কোতোয়ালী থানাধীন ব্রীজঘাট এলাকার বিআইডব্লিউটিএ ভবনের পিছনে সাম্পান ঘাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বোরহান উদ্দিন রব্বানী প্রকাশ ইমন কক্সবাজার জেলার গোমতলী গ্রামের মনির আহম্মদের ছেলে।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন জানান, শনিবার রাত ৯টার দিকে মো. মঞ্জু বাবুর্চির কাজ শেষে বাসায় ফিরছিলেন। ব্রীজঘাট এলাকার বিআইডব্লিউটিএ ভবনের পিছনে সাম্পান ঘাট এলাকা আসলে ইমন ডিবি পুলিশ পরিচয় দিয়ে মঞ্জুকে ভয়ভীতি প্রদর্শন করে। একপর্যায়ে বোরহান জোরপূর্বক মঞ্জুর মোবাইল ফোন ছিনিয়ে নিতে গেলে মঞ্জু ছিনতাইকারী বলে চিৎকার দিলে আশেপাশের লোকজন ৯৯৯-এ ফোন করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইমনকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ইমন ডিবি পুলিশ পরিচয় দিয়া মোবাইল ছিনতাইয়ের চেষ্টার কথা স্বীকার করে বলে জানান ওসি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-