কক্সবাজারে আবাসিক রুম থেকে সৌদি প্রবাসীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক ◑  কক্সবাজারের ঈদগাঁও বাসস্ট্যান্ডের একটি ৫ তলা ভবনের আবাসিক রুম থেকে হাসান নামের এক সৌদি প্রবাসীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১১ টার দিকে তার লাশ উদ্ধার করে তদন্ত কেন্দ্রের এসআই কাজী আবুল বাসার ও এএসআই বিলাস সরকার। তবে তার বিষয়ে বিস্তারিত এখনো বলতে পারছে না পুলিশ।

পুলিশ জানিয়েছে, তার গলার দিকে হালকা রক্ত দেখা গেছে। মৃত্যুর কারণ বলা যাচ্ছে না এখন। ময়নাতদন্তের জন্য সুরহতাল রিপোর্ট তৈরি করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

আরও খবর