উখিয়ায় মুজিব বর্ষ উপলক্ষ্যে শোভাযাত্রা অনুষ্ঠিত

শহিদুল ইসলাম উখিয়া ◑
কক্সবাজারের উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন ক্ষণগণনা স্বদেশ প্রত্যাবতন দিবস উপলক্ষ্যে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রবিবার সকাল দশটার দিকে উখিয়ার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে উখিয়ার দক্ষিন ষ্টেশন পর্যন্ত প্রদক্ষিণ করেন।

পরে উখিয়া সরকারী মড়েল প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:নিকারুজ্জামান চৌধুরী রবিন। অনুষ্ঠানের ২য় দিনে বর্নাঢ্য র্যালী পরবর্তী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উন্নয়ন প্রচার আলোচনা সভায়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী।

বক্তব্য দেন উখিয়ার সহকারী কমিশনার ভূমি আমিনুল এহসান খান,উখিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নেসা বেবি,উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী ও উখিয়া উপজেলা স্বাস্হ্য ও প:প:কর্মকর্তা ডা:রনজন বড়ুয়া রাজন প্রমুখ।

শোভাযাত্রায় অংশ নেন, উখিয়া থানার ওসি আবুল মনসুর, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আমিনুল হক আমিন,উখিয়া বঙ্গমাতা সরকারী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী সাহাব উদ্দীন,উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন সিরাজী, উখিয়া মড়েল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, কক্সবিডিনিউজের সম্পাদক হেলাল উদ্দিন, উখিয়া উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ইমাম হোসেন ও উখিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মকবুল হোসাইন মিথুন।

এছাড়া উখিয়া উপজেলা প্রশাসনের বিভিন্নস্হরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্হিত ছিলেন। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন এস এম জসিম উদ্দীন।

আরও খবর