মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
প্রিয়তমা স্ত্রীর মৃত্যু শোক সইতে নাপোরে স্বামীও ৪৮ ঘন্টার মধ্যে দুনিয়ার মায়া ত্যাগ করে নাফেরার দেশে চলে গেছেন। হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে মহেশখালী পৌরসভার ঘোনাপাড়ায়।
কক্সবাজারের মহেশখালী পৌরসভার সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর মহিলা ওয়ার্ডের কাউন্সিলর জাহেদা আক্তার অসুস্থ হয়ে গত ৮ জানুয়ারি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
কাউন্সিলর জাহেদা আক্তারের মৃত্যুর পর স্বামী ফজলুল হক গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকেও হাসপাতালে ভর্তি করা হয়। মাত্র ৪৮ ঘণ্টার ভেতরে প্রিয়তমা স্ত্রী শোক সইতে নাপেরে শুক্রবার ১০ জানুয়ারি বিকেল ৪ টার দিকে নাফেরার দেশে চলে যান স্বামী ফজলুল হক (৬০)।
ফজলুল হক ঘোনার পাড়ার মরহুম মকতুল হোসনের পুত্র। এ হৃদয় বিদারক ঘটনায় এলাকার সর্বত্র শোকের ছায়া নেমে আসে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।
এশারের নামাজের পর মরহুম ফজলুল হকের নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে স্ত্রীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-