উখিয়ায় মুজিববর্ষের ‘ক্ষণগণনা’ শুরু

শহিদুল ইসলাম, উখিয়া ◑

বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের ক্ষণগণনা শুরু ।

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে আনুষ্ঠানিকভাবে ক্ষণগণনার উদ্বোধন ঘোষণা করেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকাল সোয়া ৫টায় ঢাকার তেজগাঁও এলাকায় অবস্থিত পুরাতন বিমান বন্দরে (জাতীয় প্যারেড গ্রাউন্ড) মুজিব বর্ষ উদযাপনের ক্ষণগণনার উদ্বোধন করেন তিনি।

চলতি বছরের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৯ মার্চ পর্যন্ত ‘মুজিব বর্ষ’ ঘোষণা করে সরকার। বঙ্গবন্ধুর জন্মদিন ১৭ মার্চ থেকে ‘মুজিব বর্ষ’ উদযাপন শুরু হলেও ১০ জানুয়ারি থেকে শুরু হলো তার ক্ষণগণনা।কক্সবাজারের উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্ষন গণনা ককর্মসূচী পালিত হয়েছে।

শুক্রবার বিকালে উখিয়া উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:নিকারুজ্জামান চৌধুরী রবিন। উপস্হিত ছিলেন উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, উখিয়ার সহকারী কমিশনার ভূমি আমিনুল এহসান খান,উখিয়া থানার ওসি আবুল মনসুর, পুরুষ ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নেসা বেবি,কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য কবি আদিল উদ্দীন চৌধুরী, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উখিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত দাশ,বঙ্গমাতা মুজিব সরকারী মহিলা কলেজের ভার প্রাপ্ত অধ্যক্ষ কাজী সাহাব উদ্দীন, উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসন সিরাজী, উখিয়া উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ,উখিয়া উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ইমাম হোসন, উখিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মকবুল হোসাইন মিথুন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন স্হরে কর্মকর্তা উপস্হিত ছিলেন।

পাকিস্তানের কারাগারে থাকার পর, মুক্তি পেয়ে লন্ডন এবং দিল্লী হয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষণগণনার উদ্বোধন করার সঙ্গে সঙ্গে দেশের ৫৩ জেলা, ২টি উপজেলা, ১২টি সিটি কর্পোরেশনের ২৮টি পয়েন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর ৮৩টি পয়েন্টে বসানো কাউন্টডাউন ঘড়ি চালু হয়।

আরও খবর