শহিদুল ইসলাম, উখিয়া ◑
কক্সবাজারের উখিয়ার ময়নার ঘোনা এলাকায় অভিযান চালিয়ে দশ হাজার পিস ইয়াবা সহ এক রোহিঙ্গাকে আটক করেছে র্র্যাব।
বৃহস্পতিবার বিকাল পাঁচটার সময় এ অভিযান চালানো হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্যে অর্ধ কোটি।
আটককৃত হলেন উখিয়ার কুতুপালং সাত নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের মৃত আবু সোহাগের ছেলে কলিম উল্লাহ (৩০)।
আজ বৃহস্পতিবার রাত আটটার দিকে উখিয়া থানায় সোপদ্দ করা হয়েছে। র্র্যাব পনের সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা সহ রোহিঙ্গা যুবককে আটক করতে সক্ষম হয়।
এ ব্যাপারে উখিয়া থানার ওসি আবুল মনসুর সত্যতা স্বীকার।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-