কক্সবাজার পৌরসভায় পানি ছিটানোর গাড়ির উদ্বোধন

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

পর্যটন শহর কক্সবাজারের রাস্তার ধুলাবালি নিঃস্বরণে কক্সবাজার পৌরসভা পানি ছিটানোর গাড়ির এনেছে। গাড়িটি কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। বৃহস্পতিবার ৯ জানুয়ারি কক্সবাজার পৌরসভার সামনে শহীদ ফরহাদ-সুভাষ তোরণ সংলগ্ন রাস্তায় গাড়িটির পানির কল ছেড়ে গাড়িটির কার্যক্রম উদ্বোধন করেন। এসময় কক্সবাজার পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের সময় পৌরসভার মেয়র মুজিবুর রহমান বলেন, কক্সবাজার পৌরসভার নাগরিক, পর্যটকদের সেবার জন্য পৌরসভার নতুন একটি কার্যক্রমের সংযোজন হলো।

আরও খবর