মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
পর্যটন শহর কক্সবাজারের রাস্তার ধুলাবালি নিঃস্বরণে কক্সবাজার পৌরসভা পানি ছিটানোর গাড়ির এনেছে। গাড়িটি কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। বৃহস্পতিবার ৯ জানুয়ারি কক্সবাজার পৌরসভার সামনে শহীদ ফরহাদ-সুভাষ তোরণ সংলগ্ন রাস্তায় গাড়িটির পানির কল ছেড়ে গাড়িটির কার্যক্রম উদ্বোধন করেন। এসময় কক্সবাজার পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের সময় পৌরসভার মেয়র মুজিবুর রহমান বলেন, কক্সবাজার পৌরসভার নাগরিক, পর্যটকদের সেবার জন্য পৌরসভার নতুন একটি কার্যক্রমের সংযোজন হলো।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-