ডেস্ক রিপোর্ট ◑ ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মাদক বিরোধী অভিযানে ৩১৩ পিস ইয়াবা ও এক কেজি গাঁজাসহ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইসমাইল খানকে আটক করেছে পুলিশ। এসময় তার সঙ্গে আরও ৮ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার টবগী ইউনিয়নের চকডোষ গ্রামের মোকাম্মেল ভুঁইয়ার ঘর থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, ওই এলাকার আবু তাহের ভুঁইয়ার ছেলে মো. মোকাম্মেল ভুঁইয়া, বোরহানউদ্দিন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইসমাইল খান, তজুমদ্দিন উপজেলার তালুক গ্রামের আব্দুর রব তালুকদারের ছেলে মো. সবুজ তালুকদার, একই উপজেলার কেয়ামুল্লাহ গ্রামের সেরাজল হকের ছেলে মো. শাহাবুদ্দিন, চরফ্যাশনের শশিভূষণ থানার চর মঙ্গল গ্রামের ছিদ্দিক বেপারির ছেলে মো. কবির বেপারি, একই থানার রসুলপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মাইনুদ্দিনের ছেলে মোশারেফ হোসেন মঞ্জু, বোরহানউদ্দিন পৌরসভা ৫নং ওয়ার্ডের ইউনুছ মিয়ার ছেলে মো. মামুন, একই উপজেলার জয়া এলাকার মো. মজিল হক মৃধার ছেলে মো. মাকসুদুর রহমান ও উপজেলার কাচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মো. সিদ্দিকের ছেলে মো. সাদ্দাম।
পুলিশ জানায়, দিবাগত রাত পৌনে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের চকডোষ গ্রামে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় ওই এলাকার মোকাম্মেল ভুঁইয়ার ঘর থেকে ৯ মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাদের শরীরে তল্লাশি করে ৩১৩ পিস ইয়াবা টয়াবলেট ও এক কেজি ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, আটক ৯ জনের মধ্যে বোরহানউদ্দিন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইসমাইল খানও রয়েছে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ম. এনামুল হক আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। মাদক বিরোধী অভিযানে কোনও মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-