টেকনাফ প্রতিনিধি : টেকনাফ পৌরসভার কায়ুকখালীপাড়ায় একটি ভাড়াবাসায় অগ্নিকান্ডের ঘটনায় আটটি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার বাস ষ্টেশন সংলগ্ন কায়ুকখালী পাড়ার হাজী মোহাম্মদ হাশেমের ভাড়াবাসায় এ ঘটনা ঘটে।
এ তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ ফায়ার সার্ভিসের ষ্টেশনের দলনেতা ও ইনচার্জ মুকুল দেব নার্থ ।
ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন জানায়, বেলা সাড়ে এগার টার দিকে হাজী মোহাম্মদ হাশেমের গোলপাতা,টিন ও বাঁশের বেড়ার তৈরী ভাড়াবাসার একটি রান্নার ঘরের লাকড়ি চুলা থেকে আগুনের সূত্রপাত হয়।এসময় দ্রুত আগুন ছড়িয়ে পড়লে আটটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।তবে এতে কোনো লোকজন হতাহত হয়নি।ঘরের কোনো আসবারপত্রসহ বিভিন্ন ধরনের মালামাল পুঁড়ে গেছে। ঘরের মালিক বলেন,এতে করে তার পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। টেকনাফ ফায়ার সার্ভিসের ইনচার্জ মুকুল দেব নার্থ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাকড়ি চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।আটটি ঘর পুড়ে গেছে।তবে তৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিধারণ করা সম্ভব হয়নি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-