চট্টগ্রাম ◑ পটিয়া পৌরসদরের মুন্সেফ বাজার এলাকা থেকে ১৫শ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তার যুবকের নাম মো. ইব্রাহিম (১৯)। সে টেকনাফের হোয়াইয়ং ইউনিয়নের ঝিমংখালীর মো. শফির ছেলে। আজ বুধবার সকাল ১০টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খ সার্কেল কর্মকর্তা এ কে এম আজাদ উদ্দিন জানান, আজ বুধবার সকাল ১০টার দিকে অভিযান চালিয়ে মো. ইব্রাহিমকে (১৯) ১৫শ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। সে ইয়াবাগুলো চট্টগ্রামের উদ্দেশে চালান করার জন্য পরিবহন পরিবর্তন করে মুন্সেফ বাজার এলাকায় অবস্থান করছিল বলে জানা গেছে।
পরে খবর পেয়ে মাদকদ্রব্য অধিদপ্তর অভিযান পরিচালনা করে তাকে আটক করে পটিয়া থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তার যুবককে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-