চট্টগ্রাম ◑ চট্টগ্রাম নগরীর চকবাজার থানার ঘাসিয়া পাড়া থেকে দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের থেকে ৫শ’ বিশ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হল; চট্টগ্রামের রাউজান থানার কদলপুর এলাকার রহিম বক্সের ছেলে আব্দুল নবী (৩৭) এবং চকবাজার হুজরাপাড়ার আজিজ কলোনীর মৃত বদি আলমের ছেলে সাইফুল ইসলাম লিটন (২৮)।
পাঁচলাইশ থানা সূত্রে জানা যায়, বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের শরীর তল্লাশি করে ৫শ’ ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদক আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানা গেছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-