ডেস্ক রিপোর্ট ◑
চট্টগ্রামের হাটহাজারীতে নকল স্বর্ণ দিয়ে প্রতরণার অভিযোগে ফরিদা বেগম (৫৫) নামের এক মহিলাকে আটক করেছে পুলিশ। আজ শনিবার (৪ জানুয়ারি) দুপুরে হাটহাজারী পৌরসভার কাচারী সড়কের দিদার মার্কেটের সন্ধ্যা গোল্ডেন ফ্যাশন থেকে তাঁকে আটক করা হয়। ফরিদা বেগম বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার আব্দুন নুর সওদাগর বাড়ির নুর ইসলামের স্ত্রী।
সূত্রে জানা যায়, পুলিশের হাতে ধৃত ফরিদা বেগমসহ ৩ জন মহিলা কিছু নকল স্বর্ণ নিয়ে সকাল থেকে হাটহাজারীর বিভিন্ন স্বর্ণের দোকানে স্বর্ণ বন্ধক দেয়ার নাম করে টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করে। দুপুর ২টার দিকে সন্ধ্যা গোল্ডেন ফ্যাশনে একইভাবে মেয়ের বিয়ের জন্য টাকা লাগার কথা বলে বন্ধক নিয়ে টাকা চাইলে দোকানের কর্মচারী সমীর কান্তির সন্দেহ হলে তিনি পুলিশ ও ব্যবসায়ী নেতাদের খবর দেয়।
তবে বিষয়টি আঁচ করে ঘটনাস্থলে কেউ পৌঁছার আগেই ফরিদা বেগম ছাড়া অন্যরা কৌশলে সরে পড়ে। যাচাই করে স্বর্ণের দোকানের কর্মচারী সমীর বলেন দুটি নেকলেসের একটিতে সামান্য স্বর্ণের প্রলেপ ছাড়া পুরোটাই নকল। পরে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এর আগে নারায়ণ জুয়েলার্স নামে এক দোকানে এ প্রতারকদল প্রতারণা করতে গিয়েও ব্যর্থ হয়। ওই দোকানের সত্ত্বাধিকারী রুপক সাংবাদিকদের জানান এ প্রতারক মহিলারা যে গহনা নিয়ে আসেন তা নকল হওয়াতে আমরা তাদের ফিরিয়ে দিই।
হাটহাজারী মডেল থানার এএসআই ইউনুছ মিয়া সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃত প্রতারক মহিলাকে থানায় আটক রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-