দুই রোহিঙ্গার পেটে মিলল ৩৯শ’ ইয়াবা

নিজস্ব প্রতিবেদক ◑  কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে তিন হাজার নয়শত পিস ইয়াবা সহ দুই রোহিঙ্গাকে আটক করেছে ক্যাম্প পুলিশ।

শনিবার সকাল দশটার দিকে তাদেরকে আটক করেন। আটককৃতরা হলেন উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের রশিদ আহমদের ছেলে চাঁন মিয়া (৩২) ও দিল মোহাম্মদের ছেলে নুরুল আলম (১৫)।

এ ব্যাপারে উখিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

শনিবার বিকালে আটককৃতদের কক্সবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মধুরছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোবারক হোসেন সত্যতা স্বীকার করেন।

এ ব্যাপারে উখিয়া থানার ওসি আবুল মনসুর ইয়াবা সহ দুই রোহিঙ্গা আটকের সত্যতা স্বীকার করেন।

আরও খবর